ইস্ট ওয়েস্টে লিগ্যাল এডুকেশন বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রথমবারের মত লিগ্যাল এডুকেশন নিয়ে তিন দিন ব্যাপি (১৫ – ১৭ জুন ২০১৭) আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিগণ এই সম্মেলনে অংশ নেন।

রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে অতিথি হিসেবে যোগ দেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জাল ইসলাম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডীন ড. ফৌজিয়া মান্নান।

Post MIddle

এই সম্মেলনের আহবায়ক ছিলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ।

সম্মেলনে বক্তারা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আইনের যথাযথ শিক্ষা ও প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে, এই সম্মেলন দক্ষিণ এশিয়ার আইনের শিক্ষার্থী ও পেশাজীবিদের মধ্যে জ্ঞানগত বন্ধন দৃঢ় করবে।

পছন্দের আরো পোস্ট