কষ্টের ফসলি জমি
এত কষ্টের ফসলি জমি
কে হে বণিক তুমি ?
অকালে নিতে চাও ন্যায্য দামে !
ধানের গোলা গোবরে লেপে
সাজিয়ে রেখেছি ঘরে,
শীঘ্রই আসবে ফসল
থোকা থোকা আটি করে।
বাকিতে দেবনা নগদে হলে পারি,
ইচ্ছা এবার লাভের হিসাবে
কিনবো রঙিন শাড়ী ।
ধূর্ত বণিক ! বাণিজ্যে খাঁদ পেলে
কল্লা কেটে হল্লা করে….
ভাসাবো ব্রহ্মপূত্রের জলে !!!