চৌদ্দগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
সম্প্রতি ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ এর বাৎসরিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে রাজধানীর ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে।সংগঠনের তিনশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের সার্বিক সহযোগীতায় আয়োজিত হয়েছে।ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলমন্ত্রনালয়ের উপ-সচিব একেএমজি কিবরিয়া মজুমদার, সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল মান্নান,জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম, আওয়ামীলীগ উপ কমিটির সাবেক সহ সম্পাদক জনাব কামরুল হাসান মুরাদ, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক জয়নাল আবেদিন খান স্যার, আরও উপস্থিত ছিলেন মাননীয় রেলপথমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, দৈনিক ময়নামতি সম্পাদক এসএন ইউসুফ।এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারন সম্পাদক আবদুল মমিন।
আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার বলেন, “ঢাকাস্থ চৌদ্দগ্রাম ছাত্রকল্যান হোক চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, সংগঠনের সকলকাজে উপজেলা পরিষদ পাশে থাকবে।”
রেলপথমন্ত্রণালয়ের উপ-সচিব একেএমজি কিবরিয়া মজুমদার বলেন,”সংগঠনটির সদস্যরা বেশীরভাগই ঢাবি, জাবি, জবি, ড্যাফোডিল এবং স্টামফোর্ডসহ ঢাকাস্থ উচ্চশিক্ষাপ্রতিষ্টানে পড়ুয়া,যাদের বাড়ি চৌদ্দগ্রাম।আমি চৌদ্দগ্রামের সন্তান হিসেবে চাইবো, আপনারা এলাকায় যাবেন নিয়মিত এবং সংগঠনটির প্রচারনা করে সদস্য বাড়াবেন।”
এছাড়া অতিথিবৃন্দ সংগঠনের সফলতা কামনা করে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দেন।সমাপনী বক্তব্যে সভাপতি ইন্জিনিয়ার মো. ইদ্রিস আকাশ বলেন,” শুকরিয়া আদায় করছি অত বড় আয়োজনে অত বড় দায়িত্বে থেকে সকলের চেস্টায় অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বলে,আমাদের ইফতারের মধ্য দিয়ে চৌদ্দগ্রামের মানুষের বন্ধন আরো দৃঢ় হবে।”