চুয়েটে কর্মচারী সমিতির ইফতার মাহফিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ (১৩ জুন) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট কর্মচারী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া ও চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইকরাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ মাসুদ হোসেন রুবেল।
এ সময় উপাচার্য ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য কর্মচারী সমিতিকে ধন্যবাদ জানান। তিনি মাহে রমজানের শিক্ষা সকলকে ধারণ করে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগানোর আহবান জানান। একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন যে, চুয়েটের চলমান অগ্রযাত্রায় কর্মচারীগণের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।