হাবিপ্রবিতে এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে সেমিনার

এইচএসটিইউ-ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে  “Basic Computer Fundamentals & Introducing HSTU OSN” শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে উপস্থিত ছিলেন HSTU-OSN এর সাবেক মডারেটর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন , প্রতিষ্ঠাতা মডারেটর ও সিএসই বিভাগের সহকারি অধ্যাপক আশিস কুমার মণ্ডল , বর্তমান মডারেটর ও  ইসিই বিভাগের প্রভাষক তানজিনা সুলতানা দৃষ্টি এবং সিএসই বিভাগের প্রভাষক নাহিদ সুলতান ।

এছাড়াও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক সৌরভ দাস সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা  মুক্ত সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি সবাইকে মুক্ত সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ করেন। সেই সাথে ওপেন সোর্স আন্দোলনকে বিশ্বব্যপী ছড়িয়ে দেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের এইচএসটিইউ-ওপেন সোর্স নেটওয়ার্কের  সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

Post MIddle

সেমিনারের প্রথম অংশে এইচএসটিইউ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মকাণ্ড এবং পরিচিতি তুলে ধরেন এইচএসটিইউ-ওপেন সোর্স নেটওয়ার্কের  সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মুকুট এবং দ্বিতীয় অংশে Basic Computer Fundamentals এর ওপর  কর্মশালা পরিচালনা করেন  সাব্বির আহমেদ।

সঞ্ছালনায় ছিলেন এইচএসটিইউ-ওপেন সোর্স নেটওয়ার্কের অর্থ বিষয়ক সম্পাদক মীর মোহাইমেনুল হক।

পছন্দের আরো পোস্ট