তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরুর কৌশল নিয়ে বই
যুব উদ্যোক্তাদের ‘বন্ধুর’ চলার পথে ‘অনুপ্রেরণা ও সহায়তা’ যোগাতে জার্নাল বই আকারে ইংরেজি ভাষায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ- হাউ টু স্টার্ট উইথ’ (Youth Entrepreneurship: how to start with)।তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ রবিউস সামস রচিত ও প্রকাশিত বইটি নবীন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর কৌশল ও প্রাথমিক ধারণার উৎস হিসেবে কাজ করবে।
বইয়ের লেখক সৈয়দ রবিউস সামস বলেন, উদ্যোক্তার বাবসায়িক ধারণাগুলি যাচাই বাছাই প্রক্রিয়া, কিভাবে শুরু করতে হবে, অর্থ যোগান ও প্রচার–প্রসার বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন বাধাগুলি অতিক্রম করা যায়, কিভাবে জনসংযোগ করতে হয়। এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসার বাস্তব জীবনের উদাহরণ সন্নিবেশ করা হয়েছে বইটিতে।বইটি দেশের উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলেও লেখক আশাবাদ ব্যক্ত করেন।বইটিতে ৫ জন তরুণ লেখকের প্রবন্ধসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সফল উদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ এবং উন্নয়ন কর্মীদের মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।