কানাডিয়ান ইউনিভার্সিটিতে বাজেট নিয়ে গোল টেবিল
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ “ন্যাশনাল বাজেট-২০১৭-১৮: পেভিং দি ওয়ে টু ভিশন ২০২১/৪১” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।কানাডিয়ান ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ এ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (সিইএসডি)-এর উদ্যোগে আজ (৩ জুন, ২০১৭) শনিবার বনানী ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ গোল টেবিল বৈঠকের আয়োজন ও পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মাদ এ. আরাফাত। এতে সমাপনি বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জেনারেল ইকোনমিক্স ডিভিশন এ্যান্ড প্লানিং কমিশনের সদস্য প্রফেসর ড. সামছুল আলম, এফবিসিসিআই সভাপতি জনাব মো. সফিউল ইসলাম (মহিউদ্দিন), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ডিসটিঙ্গুইস ফেলো ড. মুস্তাফিজুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. আহসান এইচ. মানসুর, বাংলাদেশ ইকোনমিক এ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ড. জামাল উদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) সিনিয়র ইকোনমিস্ট ড. আশিকুর রহমান এবং বিশ্ব ব্যাংক গ্রুপের সিনিয়র ইকোনমিস্ট ড. এম. মাসরুর রিয়াজ গোল টেবিল আলেচনায় অংশগ্রহণ করেন।
বক্তারা ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। তবে তাঁরা ব্যাংকে জমা রাখা সর্বনিম্ন ১ লাখ টাকার উপর আবগারি শুল্ক ও শিক্ষা ক্ষেত্রে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার আহবান জানান।