স্টামফোর্ডে এসসিএসএফ এর ইফতার

গতকাল (৩১ মে) বুধবার স্টিয়ারিং কমিটি অব স্টামফোর্ড ফোরাম (এস সি এস এফ) এর সমন্বয়ে সহশিক্ষামুলক কার্যক্রম পরিচালনাকারী সকল ক্লাব গুলির প্রতিনিধিদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্বেশ্বরী ক্যাম্পাসে হয়ে গেলো মতবিনিময় ও ইফতার আয়োজন।
সহশিক্ষাকার্যক্রমে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে থাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়েছে মোট ১৩ টি ক্লাব।সকল ক্লাব স্টিয়ারিং কমিটি অব স্টামফোর্ড ফোরাম( এসসিএসএফ) এর অধীনে পরিচালিত হয়।ফলে প্রত্যেক ক্লাব সমান গুরুত্ব ও সুযোগ সুবিধা পায়।
সকল ক্লাব পরিচালনাকারী (এস সি এস এফের) কনভের্নর বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ড:ফারহানাজ ফিরোজের আমন্ত্রনে সকল ক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারীরা উপস্থিত ছিলেন।এ সময় ক্লাব প্রতিনিধিরা তাদের কার্যক্রম,চাহিদা ও সফলতার গল্প সহ ক্লাবগুলির মধ্যকার আন্তঃযোগাযোগ বৃদ্ধি নিয়ে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ফারুক কবির,বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আক্তার।
উল্লেখ্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ টি ক্লাব হলো: স্টামফোর্ড ডিবেট ফোরাম,স্টামফোর্ড সাহিত্য ফোরাম,স্টামফোর্ড এন্ট্রি ড্রাগ ফোরাম,স্টামফোর্ড ইয়েস,স্টামফোর্ড স্ট্রে বার্ড, স্টামফোর্ড ল্যাংগুয়েজ ফোরাম,স্টামফোর্ড লাইফ সায়েন্স ক্লাব,স্টামফোর্ড ফার্মা ফোরাম,ড্রামা সোসাইটি, আর্থ ক্লাব,ম্যাথ সার্কেল, ভলান্টিয়ার্স ক্লাব।
পছন্দের আরো পোস্ট