ইবির বিএনসিসি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনসিসি অফিসের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ওই কর্মচারীর নাম বকুল হোসেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ।

Post MIddle

এসময় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ বকুল হোসেন কে সাময়িক বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি ১৫এর ১ ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০মে ভোর রাতে দুই’শ পিস ইয়াবাসহ ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া থেকে বকুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় তাকে জেল-হাজতে পাঠানো হয়।

পছন্দের আরো পোস্ট