প্যারিসের প্রেম
প্রথম তোমায় দেখেছিলাম প্যারিস রোডে
আধো আলো ছায়ায় নামানো রিক্সার হুডে।
চুলগুলো উড়ছিলো বাতাসে
ডেকে বলেছিলাম ওড়নাটা পেচালো চাকাতে।
তাকিয়ে দেখেছিলে আসলেও কি তাই?
যখন দেখলে, ‘না’, আমি লজ্জায় মরে যাই।
ওটা ছিলো আমার নিছক কল্পনা
ওভাবেই যদি শুরু হতো ‘গল্পটা’।
লাজুক মুখ দেখে হেসেছিলে তুমি
সেই থেকে চুরি হলো হৃদয়ের ভূমি।
রুমে এসে মনের ভেতর কত গল্প সাজাই
কেনো যেনো বারবার তোমাতেই হারাই।
তারপর সে রোডে গিয়েছি কত
সব রিক্সায়ই চেয়ে থেকেছি পেয়েছি যত।
দিন গেলো মাস গেলো বছরও প্রায় যায়
মুক্তমঞ্চে গেয়েছিলাম গান ‘তোমার দেখা নাই’।
গানের সে সন্ধ্যায় এসেছিলে কাছে,
আর বসেছিলে পাশে।
বলেছিলে রিক্সায় ওড়না পেচানোর কথা
এতদিন পরেও তুমি মনে রেখেছো তথা।
আমি বিষম খাই
তুমিও কি খুজছো তবে আমায়?
তোমার মুখের ভাষা গেলো হারিয়ে
হৃদয়ের চারপাশ গেলো নাড়িয়ে।
কি এক অদ্ভুত অনুভূতি পেয়েছি সেদিন
হঠাৎ যেনো বন্দি পাখি হয়েছে স্বাধীন।
চেপে ধরেছি তোমার ঐ দুটি হাত
ঠিক যেনো কেটে গেছে হাজার বছর রাত।
আজ সে প্যারিস রোডে তুমি আর আমি
রিক্সায় চলেছি দুজন হুডটাকে নামি।
উজ্জ্বল হোসেন সায়েম।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।রাজশাহী বিশ্ববিদ্যালয়