এফডিসিতে পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথ ভাবে আয়োজিত পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এ ভিশন-২০৩০ শীর্ষক এক ছায়া সংসদ রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিতর্ক প্রতিযোগিতায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) কোয়াটার ফাইনালে উন্নীত হয়।
বিইউএফটি ডিবেট টিমের মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা ও কলামিষ্ট জনাব মো. আতিকুর রহমান। প্রতিযোগীতা শেষে প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।