ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন

আজ ১৯ মে, ২০১৭ শুক্রবার ব্র্যাক ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে  শেষ হল “সাহিত্যে জেন্ডারের সীমার পুননির্মান” শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক সম্মেলন। সাহিত্যে জেন্ডারের সীমানাকে প্রশ্ন করতেই ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ ও হিউম্যানিটিস বিভাগ আয়োজন করে দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন।

আজ সম্মেলনের শেষের দিন ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভারসিটি অফ হায়দ্রাবাদ এর শিক্ষক প্রফেসর সুসি থারু বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

Post MIddle

দিনের শুরুতে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিস একটি আলোচনা আয়োজন করে। বক্তারা ছিলেন প্রফেসর গিতিয়ারা নাসরিন, উছাছা এ চাক, শিল্পি মুস্তাফা জামান, নাসিম আখতার হুসাইন ও মিথিলা মাহফুযা।

এরপর ভাষা, সাহিত্য ও সমাজ নিয়ে বক্তব্য দেন ইউনিভারসিটি অফ হায়দ্রাবাদ এর সৌম্য দেচাম্মা ও গ্র্যান্ড ভ্যালী স্টেট ইউনিভারসিটি এর আযফার হুসাইন।

ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ ও হিউম্যানিটিস বিভাগ এর শিক্ষিকা ডঃ রিফাত মাহবুব ও ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ ও হিউম্যানিটিস বিভাগ এর প্রধান প্রফেসর ফিরদাউস আজিম উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট