মধ্যরাতের কামুক বৃষ্টি
বোকা মন
শোনেনা বারন
মন খারাপের রাতে
অপেক্ষায় সব হারাতে।
মধ্যরাতের কামুক বৃষ্টি
মাখোমাখো ভালোবাসা,আর কিছূ অনাসৃষ্টি।
পৃথিবীর কোনো শ্রাবণেই ঝরেনি এমন উন্মাদ জলের ধারা
অদ্ভুত এই বৃষ্টিপাতে কেউ যদি বৈশাখী ঝড়কে আমন্ত্রণ জানায়,
আার ডাকাত ঝড়
দারুন সন্ত্রাসে যদি তছনছ করে দেয়
আমার বনভূমির
সবুজ শ্যামলিমা, কি করার আছে তবে……!!!