চুয়েট অর্থ কমিটির ৪৮ তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর অর্থ বিষয়ক কমিটির (ফিন্যান্স) ৪৮তম সভা গতকাল ১৫ মে (সোমবার), ২০১৭ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

Post MIddle

সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

 

এ সময় কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মোঃ ফরিদুল আলম চৌধুরী এবং চুয়েট অর্থ কমিটির সদস্য সচিব এবং কম্পট্রোলার অব একাউন্টস মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।

পছন্দের আরো পোস্ট