ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্ট্যাডিস বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ নিয়োগ বোর্ড স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ১২ মে শুক্রবার সকাল ১০টা থেকে ফোকলোর স্ট্যাডিস বিভাগের সহকারি অধ্যাপক/প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ফোকলোর স্ট্যাডিস বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। উক্ত বোর্ডের পরবর্তী তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।