শাবিতে সেন্টার অব এক্সেলেন্সের বৈজ্ঞানিক সেমিনার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব এক্সেলেন্স কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার সিরিজ এর ৫ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ সেমিনার অনুষ্টিত হয়। সেন্টার অব এক্সেলেন্সের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টার অব এক্সেলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সেন্টার অব এক্সেলেন্স এর সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, খনিজন ও খনি কৌশল (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।
টেকনিক্যাল সেশনে “Experimental Investigation on the strength of concrete beam having Bambusa balcooa as reinforcement” সম্পর্কে পেপার প্রেজেন্টেশন করেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের (সিইই) সহকারী অধ্যাপক ড. এইচ এম এ মাহজুজ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, আইএমএল এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোস্তাক আহমদ, একই বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেক ছাত্র ছাত্রী।