ফাকা ক্লাসরুম
ক্লাসরুম আজ ফাকা ফাকা লাগে
তুমি নেই বলে তাই
আমার এই ক্লাসরুম জুড়ে
শুধু তোমাকেই চাই।
তেমায় খুজেছি সেদিন,খুজি আজও
এই ছাদের বারান্দায়
আমার সময় চলে যায়, টিফিন পিরিয়ড
আর সস্তা খাবার খেয়ে ফিরি সন্ধ্যায়।
বেঞ্চে বেঞ্চে তোমায় একেছি
তোমায় লিখেছি কত
পাতার পর পাতা শেষ করেও
পাইনি মনের মতো।
তোমায় দেখেছি সেদিন
ঐ ক্যান্টিনের এক কোণে
তুমি বললে কথা হেসে
আর ব্যস্ত ছিলে ফোনে।
আমি জানিনি সেদিন আর বুঝিনি কিছুই
তুমি ছিলে অন্যের কেউ
আমি জেনেছি আজ, শুনেছি যখন
তখন বুকে বইছে ঢেউ।