চুয়েট অফিসার্স এসোসিয়েশনের অভিষেক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, অফিসাররা হলেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন দপ্তরে কাজের মাধ্যমে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁরা তাদের দায়িত্ব যতবেশি সুষ্ঠুভাবে পালন করবেন ততবেশি চুয়েটের সুনাম বৃদ্ধি পাবে।
চুয়েটের চলমান অগ্রযাত্রায় আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আজ (৯ মে) মঙ্গলবার অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চুয়েট কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
এতে আলোচনায় অংশ নেন প্রধান প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, চীফ টেকনিক্যাল অফিসার মো: হারুন, সহকারী প্রকৌশলী মো: মকবুল হোসেন ও মো: আব্দুল কাদের, সহকারী টেকনিক্যাল অফিসার মো: রফিক উদ্দিন প্রমুখ।