আইইউবিতে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) র ‘আউটরিচ, এক্সটেনশন অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন’ কর্মসূচীর অধীনে ‘চায়নিজ ফর বিগেনার্স’ কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারি থেকে শুরু হওয় তিন মাস মেয়াদী এই কোর্সটি ৫মে শেষ হয়। আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও কোর্স শিক্ষক ড. সালেহউদ্দীন আহমেদ সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
দীর্ঘ দিন যাবৎ চায়নিজ ভাষা শিখিয়ে আসা ড. সালেহউদ্দীন আহমেদ পরিচালিত সংক্ষিপ্ত এই কোর্সের লক্ষ্য অংশগ্রহণকারীদেরকে দৈনন্দিন কাজে ব্যবহার্য মৌলিক চায়নিজ ভাষা শেখানো, চায়নিজ ব্যাকরণের সাধারণ নিয়ম, শব্দ ও উচ্চারণ সর্ম্পকে সম্যক ধারণা প্রদান এবং চীনের ইতিহাস, সংস্কৃতি ও প্রথার সাথে পরিচয় করিয়ে দেয়া।
অনলাইন সুবিধা সম্পন্ন ও পারস্পরিক অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত এই কোর্সে অংশগ্রহণকারীদেরকে প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়।