শিক্ষাসফরে ইস্টার্ন শিক্ষার্থীদের চীন যাত্রা

ইস্টার্ন ইউনিভার্সিটির ১৩ সদস্যের একটি দল ১১ দিনের জন্য চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ইউনান ওপেন ইউনিভার্সিটির সাথে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছরই শিক্ষার্থীরা এধরনের একটি শিক্ষা সফরের সুযোগ পেয়ে থাকে। এ বছর ৮ মে থেকে ১৮ মে পর্যন্ত এই দলটি চীনে অবস্থান করবেন। অবস্থানকালে তাঁরা সৌন্দর্যমন্ডিত নানা স্থান ভ্রমণ করবেন যেমনঃ স্টোন ফরেস্ট (বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত), ইউনান নৃ্তাত্ত্বিক জাদুঘর, গ্রীন লেক ইত্যাদি। অসাধারণ চীনা লোকজ সংগীত- কুকুরবিট ফ্লুট বিষয়েও তাঁদের ধারনা দেওয়া হবে। ওপার সৌন্দর্যমন্ডিত নান্দনিক

Post MIddle

এসব স্থান ভ্রমণের পাশাপাশি চীনা ভাষা, চীনা চা, চীনা চিত্রকল্প, পেকিং ওপেরা চিত্রকল্প, চীনা ক্যালিগ্রাফি ইত্যাদি বিষয়েও তাঁদের প্রাথমিক ধারনা দেওয়া হবে। এই শিক্ষাসফরের মাধ্যমে তাঁরা নিজেদেরকে বৈশ্বিক পরিমন্ডলে তুলে ধরতে এবং  জীবনের দৃষ্টিভঙ্গিকে নতুন আঙ্গিকে দেখার প্রয়াস পাবে।

পছন্দের আরো পোস্ট