ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

ইঞ্জিনিয়ার্স ডে-২০১৭ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের আয়োজনে আজ এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রবিবার সকাল ৯ টায় সরক ও জনপথ ভবন চত্বরে এক র‌্যালী বের হয়।

Post MIddle

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সরক ও জনপথ ভবনের হলরুমে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন দিনাজপুরে কর্মরত বিভিন্ন উচ্চ পদস্থ প্রকৌশলীগণ।  এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ আলোচনা সভা ও র‌্যালীকে আরও চমকপ্রদ করে।

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দিনাজপুর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় বক্তারা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন অধিকার ও দাবি নিয়ে আলোচনা করেন। নতুন বেতন স্কেলে ইঞ্জিনিয়ারদের বেতন নিয়েও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট