শাবিতে রিম’র কনসার্ট বুধবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগীত বিষয়ক সংগঠন রিম (রোকন ইফতেখার মেমোরিয়াল) মিউজিক্যাল ক্লাবের উদ্যোগে আগামী বুধবার আয়োজিত হতে যাচ্ছে Bonded By Blood শীর্ষক কনসার্ট। কনসার্ট আয়োজনে সহযোগী হিসেবে থাকছে সিলেট মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (এসএমবিএ) ।
আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ডি প্রাঙ্গণে বিকাল ৩টা থেকে শুরু হতে যাওা এই কনসার্টে উপস্থিত থাকছে রিমের সাথে সিলেটের জনপ্রীয় আরো ৯টি ব্যান্ড। অংশগ্রহণ করা ব্যান্ডগুলোর মধ্যে থাকছে মেট্রোপলিস, H2SO4, স্বাপ্নিক, এক্স-আলফা, Metacornt, সাইকোট্রন, আন্ডারগ্রাউন্ড, শ্লোক এবং স্পার্টান। কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত।
রিম এবং এসএমবিএ এর যৌথ আয়োজনের এই কনসার্টে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এসএমবিএ এর সভাপতি সাঈদ জায়গীরদার আশা প্রকাশ করেন রিম এবং এসএমবিএ এর এই ঐক্যবদ্ধতা ভবিষ্যতেও বজায় থাকবে।