আবারো রাবির উপাচার্য আব্দুস সোবহান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (স. বি-১) আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর ফলে আগামী চার বছরের জন্য আবারো বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টিরই সাবেক এ উপাচার্য। এর আগে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুস সোবহান।

Post MIddle

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেন।

গত ১৯ মে সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়ে যায়। এর ৪৮ দিনের মাথায় দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক সোবহান।

অধ্যাপক আব্দুস সোবহান গত আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-১৩ মেয়াদে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক সোবহান। এছাড়া সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।##

পছন্দের আরো পোস্ট