একটি সবুজ মাঠ, শান্ত বিকেল ও আমি

কতোদিন যে সবুজ ঘাসের মাঠে বসা হয় না!

Post MIddle

বিকেলের হেলে পড়া রৌদ্রে স্নান সেরে
বাতাসকে করা হয় না যে আলিঙ্গন।
বাতাসের মিহি স্রোতে আসে না যে ভেসে
জানা ও অজানা ফুলের বুনো সুবাস।
তবুও কি এক অক্লান্ত ইচ্ছায়
অপেক্ষারা দৌড়ে ছুটে তীব্র প্রতিক্ষার দিকে।
কেনো যে এতো প্রতিক্ষা?
কি যে খুঁজি?
আকাশকে?
সবুজকে?
অরণ্যকে?
নাকি দূর অতীতে হেঁটে যাওয়া একটি শান্ত বিকেল?এমন প্রতিক্ষা নিয়ে কতোটা সময় বসে থাকা যায়?
আমি বসে থাকি।
আমার আমি তো হারিয়ে যায় অন্য আমিতে।
আমাকে সাজায়
আমাকে ঘোরায়
আমাকে ফেরায়
আমাকে তাড়ায়।
জীবনের সকল তাড়না ছড়িয়ে দিয়েছি
উন্মুক্ত আকাশে।
ভালোবাসার বিমুগ্ধতায় ভিজিয়েছি দু’চোখ-
একটি সবুজ মাঠ, শান্ত বিকেল ও আমি।

পছন্দের আরো পোস্ট