রাবিতে এমবিএ সান্ধ্য কোর্সে ভর্তির আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ সান্ধ্যকালীন কোর্সে ভর্তি শুরু হয়েছে। চলতি বছরের ৩ মে থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে এবং এই ফরম ১৫ মে পর্যন্ত বিতরণ ও জমা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের অধ্যাপক ও সান্ধ্যকালীন কোর্সের আহ্বায়ক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

Post MIddle

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. মাঈন জানান, প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত। এছাড়া একই দিনে মৌখিক পরীক্ষা দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ভর্তি চলবে। দুই বছরে চারটি সেমিস্টারের এই কোর্সে ফি ধার্য করা হয়েছে এক লক্ষ টাকা। এর মধ্যে ১ম ও ২য় সেমিস্টারে ত্রিশ হাজার এবং ৩য় ও ৪র্থ সেমিস্টারে বিশ হাজার করে প্রদান করতে হবে বলে। যে কোন বিষয় হতে ¯œাতক ও তদুর্দ্ধ ডিগ্রীধারীগণ এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক এম হুমায়ুন কবীর, অধ্যাপক ড. তাজুল ইসলাম, ড. সৈয়দ জাবিদ হোসাইন, ড. সালমা বানু উপস্থিত ছিলেন। ##

 

পছন্দের আরো পোস্ট