ইবির আরবী বিভাগে মেধাবৃত্তি প্রদান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)আরবী ভাষা ও সাহিত্য বিভাগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিভাগের কেক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিভাগের প্রফেসর ড. মফিজুল ইসলামের সঞ্চালনায় সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।
এসময় বিভাগের সাবেক সভাপতি মরহুম মোখলেছুর রহমান ট্রাষ্টের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের ১০জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হয়। একপর্যায়ে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে সৌজন্য স্মারক তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।