ইবিতে ইংরেজি শেখার সমস্যা-সমাধান নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘দ্য প্র্যাকটিস অব কমিউনিকেটিভ ল্যাংগুয়েজ টিচিং এট প্রাইভেট কলেজ লেভেল ইন বাংলাদেশ: প্রবলেমস এন্ড সল্যুউশন’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Post MIddle

সেমিনারে ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমানের তত্তাবধানে শফি আহমেদ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বাংলাদেশের প্রাইভেট কলেজ গুলোতে ইংরেজি ভাষা অনুশীলনের সমস্যা এবং সমাধানের নানা দিক তুলে ধরেন। কোন মাধ্যমে শিক্ষকরা শিক্ষাদান করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন তিনি।

পছন্দের আরো পোস্ট