ইচ্ছে করে
ইচ্ছে করে তাঁরে আলতো ছুঁয়ে
রাতদিন তাঁর পাশে বসে
কোলের মাঝে চুপটি করে
বুকের ভেতর লুকিয়ে থাকি।
হঠাৎ তাঁর নাকটি টেনে
গালটা ধরে টেনে তুলে
বলতাম চলো হারিয়ে যাই
পাখীদের মত ডানা মেলে
শূন্যে ওই দূড় নীল অজানায়।
ইচ্ছে করে তাঁর হাতটি ধরে
মহাশূন্যে বাতাস হয়ে উড়তে
সাগরের জলে মিতালী পেতে
অথৈ জলে ডুবতে।
ইচ্ছে করে ফিরে যেতে
প্রজাপতি ধরা শৈশবে
ছোটবেলার গ্রাম্য মেঠোপথে
শিশির ভেজা ঘাসের উপর
বুকের সবটুকু ভালোবাসায় আহ্লাদী হাতে
মনের সুখে শুধু তাঁর ছবি এঁকে যেতে।
ইচ্ছে করে লাল, নীল শাড়ী জড়িয়ে
গ্রীষ্মের অলস দুপুরে
সবাই যখন পাড়ি জমায় ঘুমের রাজ্যে
নির্জনে তাঁকে নিয়ে হারিয়ে যেতে বন-বাদাড়ে।
ইচ্ছে করে ফিরে যেতে
চাঁদনী আলোর তীব্র রাতে
জোসনার মিষ্টি আলিঙ্গনে
তাঁকে নিয়ে ঘুরে বেড়াই
প্রিয় গ্রাম, উঠোন, খেলার মাঠে।
ইচ্ছে করে জীবনভর সবটুকু ভালোবাসায়
সকাল গড়িয়ে দুপুর ; রাত অবধি
খুনসুটি আর মিষ্টি পাগলামীতে
তাঁকে নিয়ে মেতে থাকি।
এলোমেলো ইচ্ছেগুলি।
~~~~~~~~~~~~
পলি শাহীনা।