‘বিদ্রোহী’ কবিতা পাঠ লাখো কণ্ঠে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ পাঠ অনুষ্ঠিত হয়েছে।সোমবার নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্রোহী কবিতার পাঠ অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবির নাতনি অনিন্দিতা কাজীসহ কণ্ঠ মেলান প্রতিষ্ঠান দুটির সদস্য ছাড়াও সাধারণ মানুষ। হীনমন্যতা ও বৈষম্যহীন পৃথিবী গড়তে এখনো অনুপ্রেরণা জোগায় কবি নজরুলের বিদ্রোহী কবিতা, মানুষকে দীক্ষা দেয় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার।

Post MIddle

‘লাখো কণ্ঠ’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শিল্প ও বিদ্রোহের মৃত্যু সেই দিন ঘটবে, যেদিন পৃথিবীতে কোনো একটা মানুষও থাকবে না। কবির নাতনি অনিন্দিতা কাজী বলেন, ‘বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের রচনার সর্বশ্রেষ্ঠ রচনা, যার মাধ্যমে আমরা তাঁকে বিদ্রোহী কবি হিসেবে চিনেছি।’

এ ছাড়া ২০২১ সালে বিদ্রোহী কবিতা লেখার শতবর্ষ উপলক্ষে সারা বিশ্বে প্রতিটি ভাষায় আবৃত্তি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পছন্দের আরো পোস্ট