রাবিতে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়াতে এসে দূর্বৃত্তদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কাজী মুতাসসিম সাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, চাকু দেখিয়ে ওই তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ওই শিক্ষার্থীর আরো জানান, রাবিতে এক বান্ধবীর সাথে দেখা করতে আসলে রাত সাড়ে আটটার দিকে প্যারিস রোডে কয়েকজন ব্যক্তি দুটি মোটরসাইকেলযোগে এসে তাদের দুজনকে ঘিরে ধরে। এসময় মেয়েটিকে ছেড়ে দিলেও চাকু দেখিয়ে তাকে মোটরসাইকেলে উঠতে বাধ্য করে। পরে তাকে সাবাস বাংলাদেশ মাঠের এক কোণে নিয়ে গিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়।
ঘটনার পর পাশেই প্রধান ফটকের পুলিশ বক্সে গিয়ে সব খুলে বলেন সাকিব। এরপর সাকিবের ভয়ার্ত অবস্থা দেখে রাবি ছাত্রলীগ থেকে সদ্য বহিস্কৃত অনিক মাহমুদ বনি তাকে বিনোদপুর তাকে বন্ধুদের মেসে পৌছে দেন।নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিষয়টি জানি না। ওই ছেলে কোন অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি। অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।