একাদশ শ্রেণিতে ভর্তি ৯ মে থেকে
চলতি বছর দেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ৯ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। বাছাই শেষে ভর্তি শুরু আগামী ২০ জুন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি আবেদন শুরু হবে আগামী ৯ মে। চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে সারাদেশের কলেজগুলোতে ভর্তি শুরু হবে আগামী ২০ থেকে ২২ জুন ও ২৮ থেকে ২৯ জুন। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। তবে এবার একজন শিক্ষার্থীকে একবার ভর্তি হলেই হবে।