রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫জন শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান গ্রহণকারী ২৫জন শিক্ষার্থী পাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।
বৃহস্পতিবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা। আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেওয়া হবে। এসময় শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত থেকে ২৫জন শিক্ষার্থীর হাতে এই এ স্বর্ণপদক তুলে দিবেন। এ স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দেওয়া হচ্ছে বলে জানা যায়।
২০১১ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থী রারেক কায়সার বলেন, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে ফোন করে জানানো হলো তুমি ভালো রেজাল্ট করার জন্য ১৭ মে তোমাকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হবে। এতো দিন পরে এ ধরনের একটি পুরষ্কার দেওয়া হবে আমি কল্পনা করতে পারি নাই। তবে এধরনের স্বর্ণপদক দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই।