ইবির ইতিহাস বিভাগের রজত জয়ন্তী শুক্রবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী ও পূর্ণমিলনী উপলক্ষে দুই দিন ব্যাপি কর্মসূচি গ্রহন করেছে বিভাগটি। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post MIddle

দ্বিতীয় দিনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, শিশুদের খেলাধুলা ও র‌্যাফেল ড্র অনুুষ্ঠিত হবে। বিভাগের জ্যেষ্ঠতম প্রফেসর ড. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হাবিবুর রহমান উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য রাখবেন বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

পছন্দের আরো পোস্ট