সাতক্ষীরা জেলা প্রশাসন শিক্ষা পদক পেলেন যারা

সাতক্ষীরায় প্রথমবারের মতো চালু করা হয়েছে জেলা প্রশাসন শিক্ষা পদক। মূলত ৩টি ক্যাটাগরিতে এ পদক প্রদান করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীকে শিক্ষা পদক ২০১৬ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ শিক্ষা পদক ২০১৬ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

Post MIddle

এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রশাসন ‘শিক্ষা পদক’ প্রদানের মাধ্যমে আগামীর প্রজন্ম অনুপ্রেরিত হবে। ভালো কাজের মূল্যায়ন হিসেবে আমরা ভালো শিক্ষার্থীদের এ সম্মান জানাচ্ছি। ভালো কাজের স্বীকৃতি পেলে তারাও আগামী দিনে জাতিকে আরো ভালো কিছু উপহার দিতে পারবে। আগামী দিনে প্রতিটি সেক্টরে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমরা যেন তাদেরকেও সম্মান জানাতে পারি। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক (বেসরকারি) পুরস্কার পেয়েছে কালিগঞ্জ এর নলতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক (সরকারি) পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক পুরস্কার পেয়েছে শ্যামনগর নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) পুরস্কার পেয়েছে আশাশুনি গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক বেসরকারি) রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার পল্টু, শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক সরকারি) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, শ্রেষ্ঠ শিক্ষক (প্রাথমিক) বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ, শ্রেষ্ঠ শিক্ষক (মাদরাসা) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ.কে এম মোবাশ্বেরুজ্জামান, শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনট্রাক্টর রঞ্জন কুমার সরকার, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কালিগঞ্জ নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টি.এম আরিফিন, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবহাটা হাদিপুর জগন্নাথপুর আলিম মাদ্রাসার রাসেল সাদিক ইমন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেজুতি দত্ত তনা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেরিন তাসনিম, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় শ্যামনগর জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার লিমা পারভীন, দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মো. আব্দুল্লাহ আল-নাঈম ও এস.এস.সি ভোকেশনাল কলারোয়া জি.কে.এমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রদীপ কুমার দাসকে জেলা প্রশাসন পদক নীতিমালার আওতায় ২০১৬ সালের ৫১টি শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সনদ ও পদক প্রদান করা হয়। এছাড়া ও জেলার ৭টি উপজেলার ৪৭জন শিক্ষার্থীকে জেলা প্রশাসন শিক্ষা পদক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মো. আবু সাঈদ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।

পছন্দের আরো পোস্ট