ঢাবি ম্যানেজমেন্ট বিভাগে সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলাদেশে শ্রম আইনের ধারণা ও প্রতিপালন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা ইউনিভার্সিটি প্রফেশনাল হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট ক্লাবের (ডিইউপিএইচআরএমসি) উদ্যোগে আয়োজিত সেমিনারে ক্যারিয়ার পার্টনার ছিল চাকরি বিষয়ক ওয়েবপোর্টাল জাগোজবস.কম।আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও এমপিএইচআরএম প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ আক্কাস বক্তব্য দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাণ-আরএফএল গ্রুপের ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিষয়ক পরিচালক মো. কায়সার হক বলেন, প্রফেশনাল আইনকে প্রফেশনাল ওয়েতে দেখতে হবে। মালিক ও শ্রমিক একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সহযোগিতা করতে হবে একে অন্যকে।সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন এটর্নিজ-এর চেয়ারম্যান অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ।
তিনি শিক্ষার্থীদের চাকরি পাওয়া, চাকরি হারানো, মালিকপক্ষের বিভিন্ন অবস্থানের মোকাবেলা করা, মালিক হয়ে শ্রমিকের সঙ্গে আচরণ কেমন হবে, ইন্টার্নশিপ হিসেবে কাজ করার সময় প্রতিষ্ঠানের কর্তাদের আচরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেটজাফরুল হাসান শরীফ।
উল্লেখ্য, সেমিনারে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে তারা দেশের শ্রম আইন সম্পর্কে অবগত হন, যেগুলো তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালনা করতে সক্ষম হবেন।