খুলনায় দুই শতাধিক চাকরি পাওয়ার সুযোগ
খুলনায় দুই শতাধিক চাকরিপ্রত্যাশীকে চাকরি পাওয়ার সুযোগ করে দিচ্ছে বিডিজবস ডটকম। প্রতিষ্ঠানটি আগামী ২৩-২৪ এপ্রিল খুলনায় আয়োজন করেছে ‘বিডিজবস চাকরি মেলা’। খুলনার ইউনাইটেড ক্লাব চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডিজবস ডটকমের সিনিয়র ম্যানেজার মো. আলী ফিরোজ।
তিনি বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, ওএমসি গ্রুপ, রেনাটা লিমিটেডসহ দেশি-বিদেশি ৪০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করবে। এছাড়া খুলনার ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানগুলো দুই শতাধিক জনবল নিয়োগ করবে।’
দুই দিনব্যাপী মেলার প্রথমদিনে প্রতিষ্ঠানগুলো তাদের ঘোষিত পদের বিপরীতে চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে। দ্বিতীয়দিনে প্রতিষ্ঠানগুলোর মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা বাছাইকৃতদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।
মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি থাকবেন খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক।