ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির বিদায় ও বরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের করিডোরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলিত খাদ্য ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সেকশন অফিসার শাহাদৎ হোসেন, জেলা ছাত্রকল্যাণ সমিতির সহ-সভাপতি মোশাররফ হোসেন, সঞ্জয় কুমার আশিকুর রহামান, ইমরান হোসেনসহ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমিতির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সৌজন্য স্মারক তুলে দেন।