রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ প্যানেলের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল।সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতে জয়লাভ করেছে আওয়ামীপন্থী প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক দিলীপ কুমার মণ্ডল।নির্বাচনে এবার ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের। একটি পদেও জিততে পারেননি তারা।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদের নেতৃত্বে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভক্তি কমে আসায় এমনটি সম্ভব হয়েছে বলে দাবি করেছেন শিক্ষকরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক দিলীপ কুমার যুগান্তরকে জানান, ৫৩৯ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সভাপতি এবং ৫৫৪ ভোট পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ছায়েদুর রহমান পান্নু সভাপতি পদে ৩৯৪ ভোট এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এএনএম জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক পদে ৩৬৮ ভোট পান।

Post MIddle

অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল গণি, যুগ্ম-সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ।

এছাড়া কার্যকরী সদস্য পদে ড. মো. লুৎফর রহমান, ড. মো. আশরাফুল ইসলাম, মো. নূরে আলম সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম, আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম, ড. মো. খাইরুল আলম, মমতাজ পারভীন, সনজীব কুমার সাহা, মো. জাহিদুল ইসলাম, মোসা. জেসমিন সুলতানা বিজয়ী হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ করা হয়। ১১৪৩ জন ভোটারের মধ্যে ৯৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আওয়ামীপন্থী সিনিয়র কয়েকজন অধ্যাপক জানান, সাম্প্রতিক সময়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় সম্ভব হয়নি। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের দুই-একজন শিক্ষক সমিতিতে ছিলেনই। এবার প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদের জন্য আওয়ামীপন্থী শিক্ষকরা একাট্টা হওয়ায় নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে।

পছন্দের আরো পোস্ট