প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র হাইস্কুল হিসেবে ঘোষণা

রাউজান ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র হাইস্কুল হিসেবে ঘোষণা করেছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাউজান ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ ঘোষণা দেন। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফজলে করিম বলেন হাজীপাড়া সবদিক দিয়ে উন্নত একটি এলাকা। এখানকার পরিবেশ শহরের মতো। আমি চাই এ এলাকার মতো রাউজানের প্রত্যকটি এলাকা গড়ে উঠুক।

তিনি বলেন রাউজানে এখন সুশিক্ষার পরিবেশ গড়ে উঠেছে। এটিকে ধরে রাখার জন্য সমাজের প্রত্যককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে ঢেউয়া হাজীপাড়া স্কুল খুব ভালো ভূমিকা রাখছে।

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা সহ সভাপতি এম এন আজাদ চৌধুরী। শিক্ষক জাবের ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সমাজসেবক ও সংগঠক জানে আলম জামাল, আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজান ইকবাল, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, ওসি কেপায়েত উল্লাহ, কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, সাবেক কাউন্সিলর সামীমুল ইসলাম চৌধুরী সামু, আবদুল্লাহ ছগীর, মঈনুদ্দিন চৌধুরী হিমেল, আবদুল আউয়াল সুজন, প্রধান শিক্ষিকা সীমা দাশগুপ্তা, সাইফুদ্দিন বাবর, হাসান মো. রাসেল, শাহাদাত হোসেন ডালিম, তপন দে, সাইদুল ইসলাম, দিদারুল আলম, রেজাউল করিম রুবেল, মো. শাহেদ, মো. রাসেল, সালাউদ্দিন। মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাসান মুরাদ কোরআন তেলওয়াত করেন হাজীবাড়ি এবাদতখানার ইমাম আবদুল মাবুদ।

অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী তার বক্তব্য হাজীপাড়ার কৃতি সন্তান দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন ও দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর সুস্থতা কামনা করেন এবং তার ভূয়শী প্রশংসা করেন। এতে সভাপতি এম এন আজাদ চৌধুরী তার লিখিত বক্তব্য ঢেউয়া হাজীপাড়া স্কুলের উন্নয়নের জন্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানান। আলোচনা সভার আগে ফলক উন্মোচন করে এবং মোনাজাতের মাধ্যমে ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটির উদ্বোধন করেন ফজলে করিম। পরে তিনি আলম কম্পিউটারের সৌজন্য স্কুল শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরন।

উল্লেখ্য যে, সরকারি ও বেসরকারী অনুদানে ৬৫ লাখ টাকা ব্যয়ে ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদৃশ্যে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। নির্মিত একাডেমিক ভবনটির নিচতলায় করা হয়েছে সুবিশাল হলরুম।

পছন্দের আরো পোস্ট