জাককানইবি মাতালো শিরোনামহীন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথম সমাবর্তন জমকালো ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ এই আয়োজনে প্রায় ৫ হাজারের বেশি দর্শক ছিলো বলে আশা করছে আয়োজক কমিটি।

সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠশেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পরিবেশনায় নৃত্যসহ সূচনাসঙ্গীতের পরে  অথিতিদের ভাষণ এবং রাষ্ট্রপতির বক্তব্যের পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। তারপর সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ কনসার্ট।

জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী, রতীন্দ্রনাথ রায়, আলিফ লায়লা’র পাশাপাশি ব্যান্ড দল শিরোনামহীন ছিল মূল আকর্ষন।

‘হাসিমুখ’, ‘একা পাখি’, ‘ক্যাফেটেরিয়া’, ‘বন্ধ জানালা’র মতো জনপ্রিয় গান গেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

Post MIddle

বৃষ্টিভেজা এমন লাইভ কনসার্টে হাজার হাজার জাককানইবিয়ান শিক্ষার্থীদেরকে উন্মাদনায় মাতিয়ে তোলেন শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তানজীর তুহিন।

শিরোনামহীনের পরিবেশনায় দর্শকদের মধ্যে ছিলো ব্যপক উন্মাদনা। পুরোটা সময় জুড়েই নেচেছিলো দর্শক। প্রত্যেক গানের পরেই মুহু মুহু কড়তালিতে অন্যরকম আবেশ তৈরি হয় জাককানইবির প্রাঙ্গনে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য সচিব ড. রশিদুন নবী জানান- এ রকম অনুষ্ঠান করতে পেরে আমরা অনেক আনন্দিত। যারা এই অনুষ্ঠান সফল এবং স্বার্থক করতে সহযোগীতা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানান তিনি।

 

 

 

পছন্দের আরো পোস্ট