কুবি ছাত্রলীগের সম্মেলন ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখাকে গতিশীল ও বেগবান করতে আগামী ৭ মে সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হলো।
বিজ্ঞপ্তিতে সম্মেলন সফল ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিতেও নির্দেশ দেয়া হয়।
এ
দিকে সম্মেলন আয়োজনের ঘোষণায় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ; সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী; সিনিয়র সহ-সভাপতি রুপম দেবনাথ; যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ; শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাবেক সভাপতি জাহিদ জুয়েল, কলা অনুষদের সভাপতি নুর মোহাম্মদ জিসানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।