জবিতে ‘গ্রিন এন্ট্রোপ্রেনার্সশিপ’ মেলা­ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে ‘গ্রিন এন্ট্রোপ্রেনার্সশিপ’ মেলা­। ব্যবস্থাপনা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে নতুন ভবনের নীচ তলায় উক্ত মেলা অনুষ্ঠিত হয়।

Post MIddle

গতকাল (১৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মেলার উদ্বোধন করেন। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাহমিনা রিতা তাঁর একাডেমিক কোর্স এর অংশ হিসেবে এই মেলার উদ্যোগ নেন।মেলায় শিক্ষার্থীরা ফেলে দেওয়া অথবা অব্যবহৃত জিনিসপত্র দিয়ে নানারকম পন্য উদ্ভাবনীর মাধ্যমে তৈরি করেন।

গ্রিন এন্ট্রোপ্রেনার্সশিপফেলে দেওয়া অথবা অব্যবহৃত জিনিসপত্র দিয়ে পণ্য তেরী করে সবুজ পরিবেশ তৈরীতে আমরা ভূমিকা রাখতে পারি তাই মেলার নাম ‘গ্রিন এন্ট্রোপ্রেনার্সশিপ’ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট একজন শিক্ষার্থী জানান।

বিভিন্ন বিভাগ থেকে আসা মেলার দর্শনার্থী ও জবি উপাচার্য শিক্ষার্থীদের এমন সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সামনের দিনগুলোতে এমন পরিবেশ বান্ধব কার্যক্রম করার উৎসাহ দেন।

পছন্দের আরো পোস্ট