ইস্টার্নে গল্পের জীবন,জীবনের গল্প আলোচনা অনুষ্ঠান
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে গল্পের জীবন, জীবনের গল্প শিরোনামে ভিন্নধর্মী আলোচনা সভা । এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুর রব, প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরি এবং প্রফেসর ড. শামসুর রহমান চৌধুরি।
প্রধান বক্তা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইনের শিক্ষক ও লেখক ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় লেখক এবং ফিল্মমেকার সাদাত হোসেন। ইফতেখার মাহমুদ তার বক্তব্যে জীবনের সক্ষমতার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং তার সাথে আবেগ এবং চিন্তার সম্পর্কের চমৎকার ব্যাখ্যা দেন।
সাদাত মাহমুদ বলেন “জীবনে ‘ভালো সময়ে’র চেয়ে ‘খারাপ সময়’ও কম জরুরী নয়, বরং ‘খারাপ সময়’ কখনোকখনো ভালো সময়ের চেয়েও অনেক অনেক বেশি জরুরী জীবনকে বুঝতে, শক্ত হতে, শিখতে। কারণ, ‘খারাপ সময়’ যতটা শেখাতে পারে, ভালো সময় তা পারে না। সুতরাং খারাপ সময় নিয়ে হতাশার কিছু নেই। বরং সেখান থেকে অনুপ্রাণিত হবার মত উপাদান রয়েছে সবচেয়ে বেশি”
আলোচনা সভার সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটি সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সমন্বয়কারী এবং ইস্টার্ন ইউনিভার্সিটি, বানিজ্য প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ হাবীব আনোয়ার পাশা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আবুল কালাম তুহিন এবং সদস্যরা।