নোবিপ্রবিতে মুজিবনগর দিবস উদযাপন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে (১৭ এপ্রিল ২০১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক সহ ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মো.ইদ্রিস অডিটোরিয়ামের দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।