বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে নর্দানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ সরকারের পক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় এবং ভারত সরকারের পক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়- এর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে গত ১০ এপ্রিল ২০১৭ এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে উভয় দেশের উচ্চপদস্থ ব্যক্তিবর্গসহ নর্দান বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. স্বপন কুমার দত্ত।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকালীন উভয় দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তার মধ্যে নর্দান বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষরটি ছিল অন্যতম। এর মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময়সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের এক যুগান্তকারী দ্বার উন্মোচিত হলো।