বিএআইইউএসটি উপাচার্য চুয়েটে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বিএআইইউএসটি)-এর ভাইস চ্যান্সেলর বিগ্রেডিয়ার জেনারেল ইলিয়াস ইফেতেখার রসূল।
গতকাল (১১ এপ্রিল, ২০১৭) মঙ্গলবার সকালে চুয়েটের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষা-গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং এ ব্যাপারে পারস্পরিক সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।