পরীক্ষার দাবিতে ইবির বাংলা বিভাগে তালা
পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে তালা দিয়েছে ২০১৪-১৫শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিভাগের শ্রেণীকক্ষে তালা দেয় তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা গত জানুয়ারি মাসে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী দুই মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা থাকলেও এখন পর্যন্ত ফল প্রকাশ হয়নি। যার ফলে ২০১৪-১৫শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা গ্রহনের তারিখ ঘোষণা করতে পারছে না পরীক্ষা কমিটি। পরে বেলা ১১ টায় বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমারের আশ্বাসে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষাথী অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে আসার ইতোমধ্যে ৭বছর পার গেছে আমাদের। আমরা বার বার পরীক্ষা নেয়া কথা বললেও স্যারদের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় বিভাগে তালা দিয়েছি। দ্রুতসময়ের মধ্যে পরীক্ষা গ্রহন করা হোক এটাই আমাদের দাবি।’