শেষ হলো কুবির ‘বাংলা সপ্তাহ ১৪২৩’

‘বাংলায় বলি, বাংলায় থাকি, মেতে উঠি বাংলায়।’ এই মন্ত্র নিয়ে শুরু হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সপ্তাহ ব্যাপী ‘বাংলা সপ্তাহ ১৪২৩’ শেষ হয়েছে। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী এবং আলোচনা সভার মাধ্যমে বাংলা সপ্তাহ উদযাপন করা হয়।
Post MIddle
বাংলা সপ্তাহের সমাপনী আলোচনা সভায় বাংলা বিভাগের শিক্ষক শামসুজ্জামান মিলকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক কুণ্ডু গোপীদাস, বাংলা বিভাগের শিক্ষক ড. গোলাম মাওলা।
এছাড়াও বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহ-সভাপতি নূর মোহাম্মদ জিসানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পছন্দের আরো পোস্ট