ঢাবি আইটি সোসাইটির নবীনবরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আয়োজিত ‘নবীনবরণ ২০১৭’ আজ (১০ এপ্রিল ২০১৭) সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন সোসাইটির মডারেটর বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, সোসাইটির বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইটি সোসাইটির সাথে যুক্ত নবীন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে একটুও এগিয়ে যাওয়া সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করুক এটা সকলের কামনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উপাচার্য তথ্যপ্রযুক্তির অপব্যবহার যাতে না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, তথ্যপ্রযুক্তির যথার্থ ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নবীন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হবে।