ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার ষোষণাপত্র বিষয়ে সেমিনার
বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্র একটি তাৎপর্যপূর্ণ আইনি দলিল, ১৯৭১ সালের ১০ ই এপ্রিল যার আবির্ভাব হয়। আর এই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছিল। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয়।
গত (৯ই এপ্রিল ২০১৭) রবিবার, বিকালে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লাউঞ্জে “স্বাধীনতার ঘোষণাপত্র: বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যুদয়” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসাবে ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিনী এবং শহীদ বুদ্ধিজীবি সাংবাদিক সিরাজুল ইসলামের সন্তান, শাহিন রেজা নুর। সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন, অধ্যাপক ড. তুরিন আফরোজ। এছাড়াও বক্তব্য রাখেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাবের এর সঞ্চালক এবং আইন বিভাগের প্রভাষক অদিতি রহমান শাহ।
বক্তরা তুলে ধরেন স্বাধীনতার ঘোষণাপত্র শুধুই একটি কাগুজে দলিল নয় বরং এটি লাখো মানুষের রক্তমাখা আবেগ, ত্যাগ-তিতিক্ষা এবং প্রাণের দাবি আদায়ের প্রথম পঞ্জিকা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের একটি মৌলিক কাঠামো রুপে সাংবিধানিক স্বীকৃতি দান করা হয়েছে। এছাড়া বক্তারা তরুণ শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠতে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা রাখা এবং তা নিজেদের মধ্যে ধারণ করার তাগিদ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশ নেন।